"

ধর্ষক নামের সব নিকৃষ্ট প্রাণীর শাস্তি দাবি জামায়াত আমিরের


ধর্ষক নামের যত নিকৃষ্ট প্রাণী আছে, যে যেখানেই থাকুক তাদের পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ (রোববার) এক ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে জামায়াত আমির লেখেন, ‘মাগুরায় আট বছরের মেয়ে শিশুর ধর্ষক ও ধর্ষণের সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন। এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চাই।’

‘এরকম ধর্ষক নামের আরো যত নিকৃষ্ট প্রাণী আছে, যে যেখানেই থাকুক তাদের পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।’

তিনি আরও লেখেন, ‘ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বসহ সমাজের সচেতন নাগরিকদের ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই। ধর্ষকদের ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন।’

পৃথক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, ‘নারী জাতিকে তাদের প্রাপ্য সঠিক মর্যাদা দেওয়ার ব্যাপারে যত্নশীল হোন। কারণ আপনার একজন মা আছেন, বোন এবং এবং মেয়েও থাকতে পারে। আদর্শিক সৌন্দর্য দিয়ে মানুষকে আকৃষ্ট করাই উত্তম। তার ফলাফল সব সময় চমৎকার।’

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال