"

সিরিয়ায় ‘ইসলামিক জিহাদকে’ টার্গেট করে ইসরায়েলের বিমান হামলা

 


সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার দামেস্কের একটি কমান্ডো সেন্টারে এই হামলা করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তারা দাবি করেছে, ওই কমান্ডো সেন্টার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের। এই গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। 


বার্তা সংস্থা রয়টার্স বলছে, এরই মধ্যে ৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাতে দেখা যায়, বিমান হামলা করেছে ইসরায়েল। এরপর সেখানে আগুন ধরে যায়। সেখান থেকে ধোয়া উড়তে থাকে এবং বিস্ফোরণ হয়। 


ইসলামিক জিহাদের মুখপাত্র মুহাম্মদ আল-হাজ মুসা এই হামলার দাবি নাকচ করে দিয়েছেন। তারা বলছেন, ইসরায়েল যেখানে হামলা করেছে, সেটি তাদের কোনো ক্যাম্প নয়। ঘটনার পরপরই সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এসব কথা বলেন ইসলামিক জিহাদের মুখপাত্র। 


সিরিয়ার নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র বলছে, ইসরায়েলের টার্গেট ছিল ফিলিস্তিনি। তবে সেখানে হতাহতের প্রকৃত সংখ্যা কত, শেষ খবর পাওয়া পর্যন্ত এসব তথ্য জানা যায়নি।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال