" সেনাবাহিনীর মনোবল নষ্টের পাঁয়তারা চলছে, যা নিরাপত্তার জন্য হুমকি: জিএম কাদের "

সেনাবাহিনীর মনোবল নষ্টের পাঁয়তারা চলছে, যা নিরাপত্তার জন্য হুমকি: জিএম কাদের

 

শেখ হাসিনার আমলের মতো বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে ফ্যাসিবাদী কায়দায় আগামী নির্বাচনের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, তা কখনও গ্রহণযোগ্য হবে না। শুক্রবার বিকেলে দুই দিনের সফরে রংপুরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

জিএম কাদের পুলিশ বাহিনীর মনোবল নষ্টের কথা উল্লেখ করে বলেন, ‘সেনাবাহিনীর মনোবল নষ্ট করতে পাঁয়তারা চলছে।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জনগণের যে প্রত্যাশা ছিল, তা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমরা বলেছি, বর্তমান সরকার দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দেশে নৃশংসতার শেষ নেই।’

জিএম কাদের বলেন, ‘দেশের পুলিশ বাহিনীর মনোবল ধ্বংস করে দেওয়া হয়েছে, যার বড় প্রভাব পড়ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে। এখন নতুন করে সেনাবাহিনীর মনোবল নষ্ট করতে পাঁয়তারা চলছে, যা দেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি বয়ে আনবে। তাই রাজনীতির আগে দেশের সার্বিক নিরাপত্তা কাঠামোকে বাঁচাতে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানাই।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘বাংলাদেশ একটি ভয়াবহ দুর্যোগময় পরিস্থিতি দিকে ধাবিত হচ্ছে। পুলিশ বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও বিচারবিভাগও অপব্যববহার হচ্ছে। যেগুলোকে আর ঢেলে সাজানো সহজ হবে না। যার ফলে দেশের মানুষ চরম বিপদগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছি।’

শেখ হাসিনার কায়দায় নব্য ফ্যাসিবাদীরাও দুর্নীতির নাম করে তার ইমেজ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন জিএম কাদের।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال