চব্বিশ পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধু রাজনীতিবিদরাই, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় থেকে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘২৪ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবীদরা।’
বিক্ষোভ সমাবেশে এনসিপির নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার যদি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করে তাহলে আন্দোলন চালিয়ে যাবেন তারা।
আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল নয়, তারা গণহত্যায় অভিযুক্ত। এ বিষয়ে সব দলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বানও জানান এনসিপি নেতারা। তারা বলেন, বিদেশি শক্তিগুলো স্বৈরাচারী দলটিকে পুনর্বাসনের চেষ্টা করছে।
জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, ‘আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’