" তামিমকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের স্ট্যাটাস "

তামিমকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের স্ট্যাটাস

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হার্টে দুটি ব্লক পাওয়া গেছে। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম। প্রথমে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে দুটি ব্লক ধরা পড়ে।

তামিমের অসুস্থতার খবরে এবার তার জন্য প্রার্থনা করেছে কলকাতা নাইট রাইডার্স। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তামিমের জন্য প্রার্থনা চাওয়া হয়।

পোস্টে বলা হয়, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো তামিম। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’

এদিকে চিকিৎসকদের তত্ত্বাবধানে তামিমের এনজিওপ্লাস্টি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা চলছে। রিংও পরানো হয়েছে, এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিসিবি ও তার পরিবার থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও জানা গেছে, তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।

তামিমের অসুস্থতার খবরে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সতীর্থ, ভক্ত ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال