"

‘৪০০ কোটি টাকা দুর্নীতির সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই’

 


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর বলেছেন, ৪০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। আজ বৃহস্পতিবার ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

গাজী সালাউদ্দিন তানভীর বলেন, ‘আমার বিরুদ্ধে যে ৪০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। তার সাথে আমার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। সবকিছু সাচিবিক প্রক্রিয়ায় করা হয়েছে। তিলকে তাল বানানো হয়েছে। ১০০ কোটি টাকার কাগজ কেনা হয়েছে অথচ বলা হয়েছে ৪০০ কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। এটা হাস্যকর।’ 


এনসিপির এই নেতা বলেন, ‘এনসিটিবিতে প্রতি বছর প্রায় ৪০ কোটি বই ছাপানো হয়। এর আগে স্বৈরাচার হাসিনা সরকার তাদের দোসর বন্ধু রাষ্ট্র থেকে খুবই নিম্নমানের বই ছাপিয়ে নিয়ে আসত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাংলাদেশেই উন্নত মানের কাগজে বই ছাপানো হবে। এটা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা শিক্ষা মন্ত্রণালয়ে ছিল। এ সময়ে কিছু কাজ করার সুযোগ হয়েছিল আমাদের। তখন যে সমস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে গিয়ে আমাদের কাজ করতে হয়েছিল, সেই সিন্ডিকেটের রোষানলে পড়ি।’ 


গাজী সালাউদ্দিন তানভীর আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে স্পষ্ট করতে চাই, আমিও মানহানির মামলা করেছি, বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থাও এ ব্যাপারে জানেন যে কীভাবে কী হয়েছে। কীভাবে সিন্ডিকেটের হাত থেকে পাঠ্যপুস্তক উদ্ধার করে ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সবাই যেহেতু জানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনকেও বলব, আপনার আপনাদের জায়গা থেকে প্রতিবেদন দেবেন। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার বিরুদ্ধে যদি এক পয়সারও লেনদেনের অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমি নিজের ইচ্ছায় এনসিপি থেকে পদত্যাগ করব। আইন অনুযায়ী শাস্তি মাথা পেতে নেব।’


এদিকে ভুয়া ও মিথ্যা সংবাদ পরিবেশন করে সুনাম ক্ষুণ্নের অভিযোগ এনে সম্পাদক মহিউদ্দিন সরকারসহ অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির অভিযোগে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর এ মামলার আবেদন করেন। পরে আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেন।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال