ছাত্রশিবির শুধু একটি রাজনৈতিক সংগঠনই নয়, এটি একটি স্বতন্ত্রধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে রাজনীতির পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দেওয়া হয় বলে মন্তব্য করেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।
আজ মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শাখা ছাত্রশিবিরের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামীপন্থী শিক্ষকদের ধাওয়া দিলেন ইবি শিক্ষার্থীরাআওয়ামীপন্থী শিক্ষকদের ধাওয়া দিলেন ইবি শিক্ষার্থীরা
শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সংগঠন ‘মিনার’র ২০ দিনব্যাপী গণ-ইফতার ও দারসুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির অতিমাত্রায় রাজনীতি পছন্দ করে না। রাজনীতির বাহিরে ছাত্রশিবির শিক্ষার্থীদের দক্ষ করতে, নৈতিকতা সম্পন্ন করে গড়ে তুলতে কাজ করে।
‘একটি দল সম্পর্কে লিখছেন না’ সাংবাদিকদের মির্জা আব্বাস‘একটি দল সম্পর্কে লিখছেন না’ সাংবাদিকদের মির্জা আব্বাস
তিনি আরও বলেন, ‘ব্যক্তিজীবনের ব্যস্ততা নয় যৌবনে আধ্যাত্মিক ইবাদতের প্রয়োজন। আমাদের যৌবন বয়সে কুরআন নিয়ে রিসার্চ করতে হবে। ইসলামি ছাত্রশিবির নিজ তাড়না থেকে দাওয়াতি কাজ করে।’
Tags
রাজনীতি