" তামিমের সর্বশেষ অবস্থা জানালেন হাসপাতালের চিকিৎসক "

তামিমের সর্বশেষ অবস্থা জানালেন হাসপাতালের চিকিৎসক

 



দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। হার্ট অ্যাটাকের পর তার একটি রিংও পরানো হয়েছে। স্থানীয় ডাক্তাররা জানিয়েছেন, তামিমের শারীরিক অবস্থা কিছুটা অনুকূলে এসেছে। সাবেক অধিনায়কের শারীরিক অসুস্থতার খবরে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সতীর্থরা, ভক্তরা ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন—এটাই সবার প্রত্যাশা।


তাকে নিয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফেসবুক পোস্টে আক্ষেপ করে লিখেছেন, ‘তোর কাছে যাইতে পারলাম না ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোন। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয়, ইনশাল্লাহ।’


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স তার ফেসবুক পোস্টে লিখেছে, ‘দ্রুত সুস্থ হয়ে উঠো তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’


জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফেসবুকে তামিমের জন্য শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘শক্ত থাকুন তামিম ভাই। আমরা আপনার জন্য প্রার্থনা করছি।’


লঙ্কান সাবেক ক্রিকেটর লাসিথ মালিঙ্গাও তামিমের জন্য প্রার্থনায় বসেছেন। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘দোয়া করি তামিম দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠো। লড়াই করো, যেভাবে ২২ গজে সব সময় লড়াইয়ে থাকো।’

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال