" রিং পরানো হয়েছে তামিমের হার্টে "

রিং পরানো হয়েছে তামিমের হার্টে

 

ঢাকা প্রিমিয়ার লিগে ( ডিপিএলে) খেলতে নেমে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। তার অবস্থা এতটাই খারাপ যে তাকে নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়ে। এরই মধ্যে তার হার্টে পরানো হয়েছে একটি রিং।

আজ ডিপিএলের ম্যাচ খেলতে মোহমেডানের অধিনায়ক হিসেবে টসে নেমেছিলেন তামিম। তবে এরপরই বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন। যার কারণে পরবর্তীতে ফিল্ডিং করতেও মাঠে নামেননি। তবে অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যেতে থাকে।

তামিম ইকবালের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকায় আনার পরিকল্পনা করে তার ক্লাব মোহামেডান। সে কারণে বিকেএসপিতে এয়ার অ্যাম্বুলেন্সও নেওয়া হয়। কিন্তু হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় ছিলেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

বি‌সি‌বি মে‌ডি‌কেল বিভা‌গ জানিয়েছে- তামিমের বুকে ব্যথা হচ্ছিল, তাই দ্রুত কে‌পি‌জে স্পেশালাইজড হস‌পিটালে নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা, বিশেষ করে হার্টের ইসিজি করানো হয়, সামান্য সমস্যা ধরা পড়ে। তবে অনেক সময় প্রাথমিক পরীক্ষায় বিষয়টি স্পষ্ট হয় না। ঘণ্টাখানেক পর রক্ত পরীক্ষায় কিছু জটিলতা বোঝা যাচ্ছিল। তামিম নিজেই ঢাকায় যেতে চাচ্ছিল, তার কিছুটা অস্বস্তিও হচ্ছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু যখন তিনি হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরছিলেন, তখন আবার বুকে ব্যথা শুরু হয়। এরপর দ্বিতীয়বার হাসপাতালে নেওয়া হলে দেখা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছে। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন।

এই ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের নির্ধারিত বোর্ডসভা স্থগিত করেছে। দুপুর ১২টায় সভাটি হওয়ার কথা ছিল, তবে তামিমের অসুস্থতার খবর শুনেই বিসিবির পরিচালক ও কর্মকর্তারা তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে এরই মধ্যে সাভারে গিয়েছেন তামিমের স্ত্রী, ভাই নাফিস ইকবাল ও চাচা আকরাম খান। 

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال