"

সাবেক হুইপের হাঙ্গামা বাহিনীর প্রধান ‘বিদ্যুৎ’ আটক

 

সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের হাঙ্গামা বাহিনীর প্রধান আব্দুল্লাহ বিদ্যুৎকে গ্রেপ্তার করেছে পুলিশ। রামুর খুনিয়াপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের এই বাহিনীর প্রধান আব্দুল্লাহ বিদ্যুৎকে গ্রেপ্তার করায় স্থানীয় জনতা স্বস্তি প্রকাশ করেছে।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ। তিনি জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি টিম খুনিয়াপালং এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ বিদ্যুৎকে গ্রেপ্তার করে।


অভিযোগ রয়েছে, আব্দুল্লাহ বিদ্যুৎ এমপি কমলের আস্থাভাজন হিসেবে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর নির্যাতন চালাতেন। তার বিরুদ্ধে ২০১৮ সালের জুলাই-আগস্টের আন্দোলনে কক্সবাজারে ছাত্র-জনতার ওপর হামলা করারও অভিযোগ রয়েছে। তিনি খুনিয়াপালং এলাকায় কমলের হাঙ্গামা বাহিনীর প্রধান হিসেবে পরিচিত।


এদিকে দীর্ঘদিন পর আব্দুল্লাহ বিদ্যুৎ গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছে এবং তারা রামু পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।


রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, গ্রেপ্তার আব্দুল্লাহ বিদ্যুৎকে নাশকতার মামলায় রবিবার আদালতে পাঠানো হবে এবং তাকে কারাগারে প্রেরণ করা হবে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال