বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেছেন, বর্তমান সরকার নিয়ে বিএনপির মূল আপত্তি তাদের ক্ষমতায় থাকা নিয়ে নয়, বরং নির্বাচন না দেওয়াকে ঘিরে। তিনি বলেন, “আমরা তো বলিনি, এই সরকার থাকলেই আমাদের সমস্যা। আমরা বলেছি, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্বাচন দিতে হবে।”
এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, অতীতে যারা সরকারে ছিলেন, তারা গণতন্ত্রের কথা বললেও তা বাস্তবে কার্যকর করেননি। বরং ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন।
তিনি আরও বলেন, “বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করছে। তারা চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে পারে। সেই হিসেবে তাদের হাতে প্রায় দেড় বছর সময় পাওয়া যাচ্ছে—এটা কি একটি গণতান্ত্রিক দেশে যথেষ্ট সময় নয়?”
নিলুফার চৌধুরী মনির মতে, জনগণের প্রত্যাশা পূরণের জন্য একটি অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। “আমরা তো বলিনি, এই সরকার খারাপ। তবে আমরা বলছি, নির্বাচন দিন। ভোটাধিকার ফিরিয়ে দিন। যদি তত্ত্বাবধায়ক সরকার থাকত, তাহলে তিন মাসেই নির্বাচন হতো। যেহেতু এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা সময় নিতে পারে, তাতে আমাদের আপত্তি নেই। দেশের অবস্থা খারাপ ছিল আমরা কিছুই অস্বীকার করি না। যার যেখানে ধন্যবাদ পাওয়ার যোগ্য আমরা কোনোটাই কাউকে দিতে কমতি করিনি।’