" তারেক রহমানের সঙ্গে দেখা করলেন ইশরাক "

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন ইশরাক


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইশরাক হোসেন। গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য প্রকাশ করেছেন ইশরাক।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও তারেক রহমান ও ইশরাক হোসেনের একাধিক ছবি পোস্ট করা হয়েছে। পেস্টের ক্যাপশনে লেখা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন জনতার মেয়র ইশরাক হোসেন।

নিজের ফেসবুকে তারেক রহমানের সঙ্গে ছবি দিয়ে তিন শব্দের ক্যাপশন দিয়েছেন ইশরাক হোসেন। তিনি লিখেছেন, ‘লিডার, মোটিভেটর, মেনটর’। তবে তাদের সাক্ষাতে কী আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেছেন আদালত।


Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال