রোববার এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে বসে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দেন, শেয়ার বাজারে যে কোটি কোটি ডলার ক্ষতি হয়েছে, তাতে তার কিছু আসে যায় না। ট্রাম্প বলেন, ‘আমি চাই না কোনো কিছুতে ধস নামুক। তবে মাঝেমধ্যে কিছু জিনিস ঠিক করার জন্য আপনাকে ওষুধ নিতে হয়।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, সমস্যা ঠিক করতে হলে মাঝেমাধ্যে আমাদের ওষুধ খেতে হয়। আর বর্তমান পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমস্যা সমাধানের ওষুধ হলো এই ট্যারিফ। এ সময় যুক্তরাষ্ট্রের ভালোর জন্যই ট্যারিফ আরোপ করা হয়েছে বলে জানান তিনি।
ট্রাম্প আরো বলেন, চীন ও ইউরোপ মার্কিন পণ্য কম কেনে। ফলে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি আছে। অপরদিকে শুল্কারোপ নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও শর্ত জুড়ে দেন বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ বৃদ্ধি করতে হবে। —রয়টার্স