" গুলি করে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ "

গুলি করে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ


বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে খুব কাছ থেকে গুলি করে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র বিরুদ্ধে। এ ঘটনায় সীমান্ত উত্তেজনার কারণে বিজিবি ও পুলিশ অবস্থান করছে।



বুধবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনাটি ঘটে ওই উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব ৬ এস পিলারের কাছে।

বিএসএফের গুলিতে আহত হাসিবুল হাসিবুল ইসলাম ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাতে জানা গেছে, সীমান্ত এলাকায় থাকা নিজেদের জমি থেকে দুপুরে ঘাস কাটতে যায় হাসিবুল। ঘাস কাটার একপর্যায়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে বিএসএফের একটি টহল বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে কোনো কারণ ছাড়াই হাসিবুলকে খুব কাছ থেকে গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে হাসিবুল।

এরপর রাইফেলের বাট দিয়ে তাকে আঘাত করা হয়। পরে তাকে টেনেহিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। ভারত থেকে পাওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, অক্সিজেন মাস্ক লাগানো হাসিবুলের মুখমণ্ডলের একাংশ রক্তাক্ত।

বিজিবি সূত্র থেকে জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবী বলেন, ‘সীমান্তবর্তী লোকজন আমাকে জানিয়েছেন হাসিবুল নামে এক যুবককে ভারতীয় বিএসএফ সীমান্ত থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করেছে। আমি সীমান্তেই আছি।’
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال