ছাত্র নেতাদের গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচারণার সমালোচনা করেন বিএনপি নেতা বরকতুল্লা বুলু। এ প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স বলেন, এগুলো কোনো নতুন ব্যবস্থা নয়। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন; ১০০ গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচারণা করে ছাত্ররা পুরোনো বন্দোবস্তে ফেরত যাচ্ছে। আমরা মোটরসাইকেল বহর, ব্যানার, ফেস্টুন ইত্যাদি ঘোষণা দিয়ে বন্ধ করেছি। ঘোষণার পরেও যারা এ ধরণের কর্মকান্ড করেছে তাদেরকে বহিস্কার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। আমার এলাকাতেও আমার নামে বা দলের নামে কোনো ব্যানার ফেস্টুন নেই। যেকোনো ধরণের ব্যানার ফেস্টুন করতে হলে এখন আমাদের দলীয় কার্যালয় থেকে অনুমতি নিতে হয়।
কিন্তু বিএনপি নেতা কায়কোবাদের গাড়িবহরের বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি বলছি না আমরা ধোয়া তুলসি পাতা। হঠাৎ করে এই নতুন বন্দোবস্ত আসবে না। এর জন্য সবাইকে বসতে হবে।
তিনি আরো বলেন, এনসিপির নেত্রীও গাড়িবহর বিষয়ে সমালোচনা করেছেন। বিরোধিতা থেকে নয়, রাজনৈতিক কারণেই আমাদের এসব বলতে হবে।
সূত্র:
Tags
রাজনীতি