" শেষ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা! কী সিদ্ধান্তে পৌঁছাল দুই দেশ? "

শেষ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা! কী সিদ্ধান্তে পৌঁছাল দুই দেশ?

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকেই ইরানের সঙ্গে চলছিল উত্তপ্ত বাক্য বিনিময়। ইরান পরমাণু চুক্তি না মানলে বোমা হামলার হুশিয়ারি দেন ট্রাম্প। ট্রাম্প হুশিয়ারি দিতে পাল্টা হুমকি দেয় ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামিনী বলেন, “প্রেসিডেন্ট যদি ক্ষমতা দেখাতে আসেন তাহলে এর ফল ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকেই।”

 

পাল্টাপাল্টি হুমকির পর অবশেষে ওমানের রাজধানী মাসকাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি ১৯ নিষেধাক্কা নিয়ে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। মাসকাটে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলাদা কক্ষে অবস্থান করেন। ওমানের মধ্যস্থতায় প্রায় আড়াই ঘণ্টার এই আলোচনায় দুই পক্ষের মধ্যে কয়েক দফা বার্তা আদানপ্রদান হয়।

 

আলোচনা শেষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে আরাকচি জানান, "প্রথম পর্বের আলোচনায় দুই পক্ষই সমঝোতায় পৌঁছাতে আগ্রহ দেখিয়েছে।" তিনি আরও বলেন, "আগামী ১৯শে এপ্রিল দ্বিতীয় পর্বের আলোচনার সম্ভাবনা রয়েছে, তবে স্থান ও বিষয়ভিত্তিক কাঠামো এখনো চূড়ান্ত হয়নি।" তবে তিনি যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আলোচনার শেষ পর্যায়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদীর উপস্থিতিতে আরাকচি ও উইটকফ কয়েক মিনিট কথা বলেন। এ প্রসঙ্গে আরাকচি বলেন, “আমরা যখন সেখান থেকে বের হচ্ছিলাম তখন দুই প্রতিনিধিদলের দেখা হয়ে যায় এবং আমরা কয়েক মিনিট কথা বলি। এটা একটি স্বাভাবিক বিষয়। মার্কিন কূটনীতিকদের সঙ্গে আমাদের প্রতিটি যোগাযোগেই আমরা সবসময় কূটনৈতিক সৌজন্য বজায় রেখেছি।”

এদিকে, স্টিভ উইটকফের এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। বিবৃতিতে জানানো হয়, “সমাধানযোগ্য বিষয়গুলো অত্যন্ত জটিল হলেও এই আলোচনা পারস্পরিক সমঝোতার পথে একটি বড় পদক্ষেপ।” উইটকফ আরাকচটিকে জানান, “কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।”

ওমানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, "প্রথম পর্বের আলোচনা শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশে হয়েছে।" তিনি বলেন, “আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং স্থীতিশীলতার লক্ষ্যে এই আলোচনার ধারাবাহিকতা বজায় রাখা হবে।”

 

 

সূত্র:https://shorter.me/JAle-

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال