" ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলছে পুলিশ "

ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলছে পুলিশ

 

দিনাজপুরের দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে একজন পুলিশ সদস্যের ইউনিফর্ম পরিহিত অবস্থায় অশালীন অঙ্গভঙ্গির একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি তিন বছর আগের বলে জানিয়েছে পুলিশ।


বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।


ফেসবুক পোস্টে বলা হয়, দিনাজপুরের দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে একজন পুলিশ সদস্য ইউনিফর্ম পরিহিত অবস্থায় অশালীন অঙ্গভঙ্গি করছেন মর্মে একটি ভিডিও আজকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকজনকে শেয়ার করতে দেখা গেছে এবং বলা হচ্ছে ঘটনাটি সাম্প্রতিক সময়ের।


প্রকৃতপক্ষে, ভিডিওটিতে যে ঘটনা দেখা যাচ্ছে সেটা আনুমানিক ৩ বছর আগের, ২০২২ সালের জুন মাসের ঘটনা। ওই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল


ফেসবুক পোস্টে আরও বলা হয়, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে তার যথাযথ অনুসন্ধান এবং অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশ পুলিশ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে।

পুরাতন ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার করার অপপ্রয়াস সমীচীন নয় বলেও ফেসবুক পোস্টে জানিয়েছে পুলিশ।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال