" বাউফলে বিএনপি নেতাকে খুঁটিতে বেঁধে পেটাল প্রতিপক্ষ "

বাউফলে বিএনপি নেতাকে খুঁটিতে বেঁধে পেটাল প্রতিপক্ষ

 


পটুয়াখালীর বাউফলে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের এক পর্যায়ে এক বিএনপি নেতাসহ দুজনকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার নওমালা ইউনিয়নের মৈশাদি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় বিএনপি কর্মী মো. মফিজ হাওলাদার (৫৫) ও ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. হান্নান হাওলাদার (৪৫)-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার ফুটবল খেলাকে কেন্দ্র করে মফিজকে মারধর করেন হান্নানপন্থী কর্মীরা। এর জেরে বৃহস্পতিবার দুপুরে মফিজের স্ত্রীর বড় ভাই ও কালাইয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল হান্নান হাওলাদারের বাড়িতে হামলা চালায়।

এ সময় হান্নানের আত্মীয়স্বজন ও স্থানীয়রা তাদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা বিএনপি নেতা জহির উদ্দিন (৬০) ও তাঁর ছেলে মো. তানভীর (২৯) সহ দুজনকে ধরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে গুরুতর আহত জহির উদ্দিন, তানভীর এবং ফকরুল ইসলামকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে কবির হোসেন নামের একজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال