" গাজার স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ৩৩ "

গাজার স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ৩৩

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে শরণার্থী আশ্রয় নেওয়া তিনটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৮ শিশুসহ ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলায় ৪টি মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় বৃহস্পতিবার এসব হামলা হয়। 

আজ শুক্রবার এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় সব মিলিয়ে ১১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এরমধ্যে গাজা সিটিতেই প্রাণ গেছে ৭১ জনের। 

ইসরায়েলের এই গণহত্যা বন্ধে এখনই বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে গাজার জরুরি উদ্ধারকারী সংস্থা। সংস্থাটির মুখপাত্র দাবি করেন, ইসরায়েল নারী ও শিশুদের হত্যার জন্য উন্মাদ হয়ে গিয়েছে। 

এ ছাড়া বুলডোজার দিয়ে তুলকারেমের বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিতে শুরু করেছে ইসরায়েলি সেনারা। অভিযান চলছে পশ্চিম তীরেও। 

প্রতিবেদন বলছে, সম্প্রতি ১৫ স্বাস্থ্যকর্মীর মরদেহ উদ্ধার হয়। তাদের মাথায় ও বুকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। 

এদিকে, এরমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালত থেকে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে নিকারাগুয়া।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال