" এই সরকার থাকলে আপনাদের কী সমস্যা? উত্তরে যা বললেন বিএনপি নেত্রী "

এই সরকার থাকলে আপনাদের কী সমস্যা? উত্তরে যা বললেন বিএনপি নেত্রী

 


সাম্প্রতিককালে অন্তর্বর্তীকালীন সরকারের স্থায়ীত্বকাল নিয়ে যে বাক বিতন্ডা চলছে তা নিয়েই খোলামেলা আলোচনায় অংশগ্রহণ করেছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। সেখানে তিনি বর্তমান সরকারের কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি কিছু ত্রুটির দিকেও ইঙ্গিত দিয়েছেন। 

তিনি বলেছেন, ‘আমরা তো বলিনি যে এই সরকার নিয়ে সমস্যা। আমরা বলেছি ইলেকশন দেওয়ার জন্য। এটা যে সরকার ছিল তাদের কাছে আমাদের প্রথম চাওয়া ছিল। গণতন্ত্র তো তারা ধ্বংস করেছে, ভোটটাকে নিশ্চিন্ন করে দিয়েছে। এই জায়গা থেকেই আমরা বলেছি যে যদি তত্ত্বাবধায়ক সরকার আসতো তাহলে তো তিন মাসেই নির্বাচন হতো৷ যেহেতু এটি অন্তর্বর্তীকালীন সরকার, তাই তারা একটু সময় নিবে, দেশের অবস্থা খারাপ ছিল আমরা কিছুই অস্বীকার করি না। যার যেখানে ধন্যবাদ পাওয়ার যোগ্য আমরা কোনোটাই কাউকে দিতে কমতি করিনি।’

তিনি আরও বলেন, ‘দেড় বছর কি একটি দেশের নির্বাচনের জন্য যথেষ্ট নয়? এই যে এটা তো তাহলে আগের সরকারের মতই হয়ে গেল না যে কম গণতন্ত্র, বেশি উন্নয়ন। আপনার উন্নয়নের কি দেখেছি আমরা? এই সামিট কিন্তু প্রথম না। প্রত্যেক বছর বছর যে সরকারই থাকতো সামিট হত।’

নিলুফার চৌধুরী মনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা মায়ানমারে কয়েকদিন আগে রমজানের মধ্যে বিশাল আয়োজন করলেন জাতিসংঘ নিয়ে এসে। তখন আপনি বললেন লক্ষাধিক লোককে আপনি ফেরত পাঠাতে পারবেন। এখন আপনার পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এই মুহূর্তে একটাও সম্ভব না। এটা তো আমরা সবাই জানি। আপনিও জানেন। তাহলে এটা কি বিগত সরকারের মতই হয়ে যাচ্ছে না?’

‘ঈদের সময়ে অপরাধ কম হয়েছে আমি অস্বীকার করছি না। কিন্তু ১১ দিনের ছুটি এর আগে মানুষ কয়বার পেয়েছে? মানুষ আস্তে ধীরে যেতে পেরেছে।’ বিএনপি নেত্রী মনি বলেছেন। 

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال