" আমেরিকার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পথ খোঁজা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা "

আমেরিকার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পথ খোঁজা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর পথ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঘাটতি কমানোর সুযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

শুল্কের ধাক্কা সামলাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসার কথাও জানান তিনি।


বাণিজ্য উপদেষ্টা ব্লুমবার্গকে জানান, রপ্তানি পণ্যে ধার্য হওয়া শুল্ক কমাতে বাণিজ্য উদ্বৃত্ত কমানোর উপায় খুঁজছে বাংলাদেশ। 

সেখ বশির আরও জানান, এটি এখন আর দ্বিপক্ষীয় বিষয় নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক সুনামি হয়ে দাঁড়িয়েছে। 

ট্রাম্প প্রশাসন যে কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ হারে শুল্ক আরোপ করেছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। একক দেশ হিসেবে আমেরিকা বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক ক্রেতা। ফলে এই শিল্পের ওপর আঘাত লাগলে অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال