" জামায়াত কি বিএনপির প্রতিপক্ষ, যা বললেন দেলাওয়ার হোসেন "

জামায়াত কি বিএনপির প্রতিপক্ষ, যা বললেন দেলাওয়ার হোসেন

 

বিএনপি ও জামায়াতের সম্পর্ক এখন আর সক্রিয় না থাকলেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পারস্পরিক যোগাযোগ ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। পাশাপাশি দেশের নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত এনসিপিকে স্বাগত জানানো হয়েছে বলেও জানান তিনি।

দেলাওয়ার হোসেন বলেন, “সরকারবিরোধী আন্দোলনের সময় আমরা বিএনপির সঙ্গে জোটে ছিলাম, প্রায় ১৮ থেকে ২০ বছর একসাথে রাজনৈতিক মঞ্চে ছিলাম। তবে ২০১৮ সালের নির্বাচনের পর জোটের কার্যক্রম ধীরে ধীরে শিথিল হয়ে পড়ে। যদিও আনুষ্ঠানিকভাবে জোট ভাঙার কোনো ঘোষণা আসেনি, বাস্তবতা হচ্ছে কার্যত তা বিলুপ্ত হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা সব সময় সক্রিয় ছিলাম। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে আমরা আন্দোলনে ভূমিকা রেখেছি। তবে বর্তমানে, আওয়ামী লীগ বা তাদের মিত্র কোনো ফ্যাসিবাদী শক্তি আর রাজনীতিতে নেই। তাই সবাই এখন নিজ নিজ অবস্থান থেকে রাজনীতি করছে। এ মুহূর্তে কাউকে প্রতিপক্ষ হিসেবে দেখার অবকাশ নেই।”

নতুন রাজনৈতিক দল এনসিপি প্রসঙ্গে দেলাওয়ার হোসেন বলেন, “প্রত্যেক নাগরিকের রাজনীতি করার অধিকার সংবিধান নিশ্চিত করেছে। এনসিপি যেহেতু একটি বড় অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা হয়তো সেই প্রেক্ষাপট থেকে রাজনৈতিক দল গঠন করেছে। আমরা তাদের রাজনীতিতে আগমনকে স্বাগত জানাই। যদি তারা জনগণের সমর্থন অর্জন করতে পারে, তারা অবশ্যই এগিয়ে যাবে।”

তিনি স্পষ্ট করেন, “আমরা এনসিপিকে আলাদা করে কিছু ভাবছি না। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের যেভাবে সম্পর্ক, এনসিপির সঙ্গেও ঠিক তেমনই সম্পর্ক বজায় রাখছি।”


সূত্র: https://shorter.me/Kw3hx

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال