বাংলাদেশি পণ্যে আমেরিকায় আরোপিত শুল্ক পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বৈঠকে অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা, বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে, আমেরিকা থেকে পণ্য আমদানিতে শুল্ক-কর কমানো যায় কি না, তা পর্যালোচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জানা গেছে, আমেরিকা থেকে আড়াই হাজারের মতো পণ্য আমদানি করা হয়। সেসব পণ্যের ওপর শুল্ক-কর কত, তা পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া আমেরিকা থেকে আমদানি করা সেবার শুল্ক নিয়েও একই চিন্তাভাবনা করা হচ্ছে।
এদিকে, লিজের পণ্যেও শুল্ক-কর সুবিধা বাড়ানো যায় কি না, তা–ও খতিয়ে দেখছে এনবিআর। আগামী রোববার এ নিয়ে বৈঠক ডেকেছে এনবিআর।
গত বুধবার বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করে আমেরিকা।
Tags
অর্থনীতি