" বাংলাদেশি পণ্যে শুল্ক: জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা "

বাংলাদেশি পণ্যে শুল্ক: জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশি পণ্যে আমেরিকায় আরোপিত শুল্ক পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা, বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। 

এদিকে, আমেরিকা থেকে পণ্য আমদানিতে শুল্ক-কর কমানো যায় কি না, তা পর্যালোচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।


জানা গেছে, আমেরিকা থেকে আড়াই হাজারের মতো পণ্য আমদানি করা হয়। সেসব পণ্যের ওপর শুল্ক-কর কত, তা পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া আমেরিকা থেকে আমদানি করা সেবার শুল্ক নিয়েও একই চিন্তাভাবনা করা হচ্ছে। 

এদিকে, লিজের পণ্যেও শুল্ক-কর সুবিধা বাড়ানো যায় কি না, তা–ও খতিয়ে দেখছে এনবিআর। আগামী রোববার এ নিয়ে বৈঠক ডেকেছে এনবিআর। 

গত বুধবার বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করে আমেরিকা।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال